কচুয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামুন (২০) নামের এক বখাটে যুবককে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমন এ রায় প্রদান করেন।
জানা গেছে, উপজেলার কাদলা গ্রামের অধিবাসী কাজল মিয়ার পুত্র মামুন পাশ্ববর্তী দেবিপুর গ্রামের দুলাল মিয়ার মাদ্রাসা পড়–য়া কন্যাকে বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছিলো। গতকাল রোববার সকালে নিশ্চিন্তপুর ডিএস ইসলামীয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিতে আসলে বখাটে যুবক মামুন মাদ্রাসার পুকুর পাড়ে ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে মাদ্রাসা কার্যালয়ে মামুনকে আটকে রাখে। পরে বখাটে মামুনের অভিভাবককে খবর দিলে তারা না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাদ্রাসা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসালে সে ঘটনা সত্যতা স্বীকার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫শ’ ৯ ধারায় তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।