শাহরিয়ার খান কৌশিক ॥
যৌতুকের দাবী মিটাতে না পারায় পাষন্ড স্বামির হাতে প্রচন্ড মারখেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ মাসের অন্তসত্তা সোহাগী। গতকাল বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযাগে দায়ের করা হয়েছে। ঘটনার বিবরনে জানাযায়,
গত প্রায় ৮ মাস পুর্বে ৫০ হাজার টাকার যৌতুকের রফাদফায় চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডি কাশিম বাজার সংলগ্ন বেপারী বাড়ীর কাঠ মিস্ত্রি শুক্কুরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সোহাগীর। বিয়ের সময় সমিতি থেকে কিস্তিতে টাকা উত্তোলন করে নগদ ২০ হাজার টাকা যৌতুক প্রদান করে সোহাগীর অসহায় হত দরীদ্র পিতা। বিয়ের পর থেকেই বাকি ৩০ হাজার টাকার জন্য সোহাগীকে তার স্বামি ও শ্বশুড় বাড়ীর লোকজন নানাভাবে নির্যাতন শুরু করে। এভাবে প্রতিদিন তার স্বামি তাকে বিভিন্ন অযুহতে বেদম প্রহার করতো । গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় সোহাগিকে তার স্বামি শুক্কুর তাকে বাপের বাড়ী থেকে টাকা এনে দিতে বলে। টাকাদিতে পারবেনা বলে জানালে সোহাগীকে তার স্বামি ও জা এসে এলাপাতারি কিল ঘুষি ও তলপেটে লাথি মারে। তাৎক্ষনিক সোহাগী মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে তার বাবা স্বামির বাড়ী থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় সোহাগি নিজে বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। এ বিষয়ে ঘাতক স্বামির বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে নির্যাতিত অসহায় সোহাগিকে আশ্বস্থ করে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।