চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর থেকে এক অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। এর আনুমানিক বয়স হবে ২০ বছর। গতকাল ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় দক্ষিণ রঘুনাথপুরস্থ আরাজী বালিয়া শ্রীরামপুর নামক স্থানের রাজার খাল থেকে প্রথমে পথচারীরা এ লাশ উদ্ধার করেন। পরবর্তীতে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা ও পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার বিকেলে আরাজী বালিয়া শ্রীরামপুর খালের পানিতে এক নারীর গলাকাটা মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। তবে ওই নারীর কোনো পরিচয় জানা যায় নি। এ ব্যাপারে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় এলাকার লোকজন অজ্ঞাত নারীর লাশটি খালের পানিতে ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে লাশ থানায় নিয়ে যাই।