চাঁদপুর শহরের রঘুনাথপুরে সালিসী বৈঠকে সন্ত্রাসীরা হামলায় চালিয়ে মহিলাসহ ১০ জনকে আহত করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রঘুনাতপুর খাঁন বাড়িতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়ন।
জানা যায়, খাঁন বাড়ির মৃত জলিল খাঁনের ছেলে বিল্লাল খঁনের জায়গা নিয়ে দির্ঘদিন যাবত নাছির খাঁন গংদের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় তাদেরকে নিয়ে শুক্রবার বিকেলে সালিশী বৈঠকে বসে। এসময় নাছির খাঁনের নেতৃত্রে রহিম খাঁন, শাহালোম খাঁন, আইয়ুব খাঁন, সুমন খাঁনসহ ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা করে। এসময় বিল্লাল খাঁন(৫৫),সোহাগ(৩০),ইউছুফ(৩০),সুজন(২৮) সহ ১০ জন আহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।