মিজানুর রহমান রানা এম এ আকিব,
চাঁদপুরের সদর উপজেলার কল্যাণপুর এলাকার রঙেরগাঁওয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা এবং অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক লাখ টাকার মূল্যবান গাছ কর্তন করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, গতকাল শনিবার সকাল ৬টায় চাঁদপুরের সদর উপজেলার কল্যাণপুর এলাকার রঙেরগাঁও গ্রামের মিজির বাড়িতে ওই গ্রামেরই সরকার বাড়ির মোবারক সরকারের ছেলে ওয়াসিম সরকার (৩২)-এর নেতৃত্বে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল হাতে দা, ছেনি, চাপাতি, কিরিচ সহ হামলা করে মৃত করিম মিজির ছেলের ওয়ারিশ রমজান মিজি, মান্নান মিজি, হোসেন মিজি গংয়ের মালিকানাধীন জমিতে থাকা গাছপালা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোর করে কেটে নিয়ে যায়। এ সময় ওই বাড়ির কেরামত মিজির ছেলে নুরুজ্জামাল (৩৮) ও তার স্ত্রী সহ অন্যরা প্রতিবাদ করে বাধা দিতে গেলে সরকার বাড়ির মোবারক সরকারের ছেলে ওয়াসিম সরকার-এর নেতৃত্বে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাদেরকে কিল, লাথি, ঘুশি ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মারাত্মক আহত করে। পরে এ অবস্থা দেখে এলাকাবাসী এগিয়ে এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে আবার ওই সন্ত্রাসীরা জায়গার মালিকদের ওপর হামলা করে এবং বলে, এই জায়গা তাদের। তারা শ্রীঘ্রই এখানে ঘর তৈরি করবে। এলাকাবাসী ও জায়গার প্রকৃত মালিকরা তাদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। তারা পেশিশক্তির জোরে ওই জায়গা দখল করার পরিকল্পনা করছে। এ খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব মান্নান মাল ঘটনাস্থলে এসে তাদেরকে জোর করে অন্যের জায়গা দখল থেকে নিবৃত্ত করেন এবং বিষয়টি নিয়ে সালিশে বসবেন বলে তাদেরকে জানান।
এলাকাবাসী জানায়, যদিও চেয়ারম্যান সাহেবের আশ্বাসে সাময়িক সরকার বাড়ির মোবারক সরকারের ছেলে ওয়াসিম সরকার ওই সময় জোর করে জায়গা দখল থেকে নিবৃত্ত রয়েছে, তবে যে কোনো সময় তারা আবারও হামলা করে জোর করে জায়গা সম্পত্তি দখল করে নিতে পারে। বিষয়টি নিয়ে জায়গার প্রকৃত মালিক মিজির বাড়ির করিম মিজির ছেলের ওয়ারিশ রমজান মিজি, মান্নান মিজি, হোসেন মিজি গং শঙ্কিত রয়েছে। এছাড়া তাদের পৈত্রিক সম্পত্তিতে থাকা কয়েক লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ায় এলাকাবাসীও শঙ্কিত রয়েছে কবে কার বাড়ির গাছপালা এই সন্ত্রাসীরা জোর করে কেটে নিয়ে যাবে এই চিন্তায়। বিষয়টি আইন-শৃঙ্খলাবাহিনীর দৃষ্টি কামনা করছে এলাকার সাধারণ জনগণ।