মা দিবসে পুরষ্কৃত করা হলো ৩৪ জন মাকে। এই সম্মাননার নাম রত্মগর্ভা মা। আজাদ পোডাক্টস অ্যাওয়ার্ডের আয়োজনে সাধারণ শাখায় ২৫ জন ও বিশেষ শাখায় সম্মানিত করা হয় নয় জনকে। একজন বাবাকেও সম্মানিত করা হয় অনুষ্ঠানে। মায়ের কখনও তুলনা হয়? প্রতিটি মানুষের কাছেই তার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা।
আমেনা বেগম, চারটি সন্তানকে বড় করেছেন। এদের একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন আইনজীবী, একজন পুলিশ। সব সন্তান প্রতিষ্ঠিত। কিন্তু তাদেরকে এখনও আগলে রাখেন সেই ছোট্ট বেলার মতো।
আমেনা বেগমের মেয়ে শামসুন্নাহার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। মা হয়েছেন নিজেও। তিনিও জানেন এই পৃথিবীতে সন্তানের চেয়ে বড় কিছু হয় না। আমেনা বেগমের মতো এ রকম ৩৪ জন মাকে এবার দেয়া হলো রত্নগর্ভা সম্মাননা। সেই অনুষ্ঠানে সব মাকে যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো একজন বাবা অভিনেতা ইনামুল হককে দেয়া হয় মাই ডেড ওয়ান্ডারফুল নামে সম্মাননা। এখন থেকে প্রতি বছরই রত্মগর্ভা মায়ের পাশাপাশি একজন বাবাকেও পুরষ্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।