শরীফুল ইসলাম ঃ
চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চ ঘাটে মৃত্যুর হাত থেকে রক্ষাপেল এক যাত্রি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১২ টার সময় ঢাকা গামি এমভি রফ রফ লঞ্চে। আহতকৃত মহীলা হলেন চাঁদপুরের অলিপুর ছৈয়াল বাড়ির মৃত হোসেন আলির স্ত্রী লাকী আক্তার (২৭) লঞ্চের চাপায় আহত হয়। আহতের পারিবারিক সূত্রে জানা যায় , লাকী ও তার ভাই বোন মিলে ঢাকা যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালের সামনে দাড়ায়। এক পর্যায়ে লঞ্চ ছাড়ার সময় হলে রফ রফ লঞ্চটি একটু পিছিয়ে গিয়ে আবার সামনে চলে আসে ঐসময় লাকী লঞ্চে উঠার সময় রফ রফ লঞ্চের সামনের অংশের সাথে চাপা খেয়ে লাকীর বাম পায়ের নিচের অশং থেতলে গেলে জ্ঞান হারিয়ে ফেলে লাকী। তৎখনিক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাভা হয়।
অন্যদিকে ৮০ বয়েসের এক বৃদ্ধ গাছে উঠার সময় গাছ থেকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। আহতকৃত হলেন হাইমচর উপজেলার লক্ষীপুর নয়ানীর এলাকার মৃত হযরত আলীর ছেলে কলি পেদা (৮০) গাছের ডাল কাটার জন্য গাছ থেকে পড়ে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পরে তার পরিবারের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা বর্তমানে আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।