সিনিয়র করেসপন্ডেন্ট: আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইফতারী ও অন্যান্য খাবারে বিষাক্ত রং ও ভেজাল দ্রব্য বা বাসি খাবার হোটেলগুলো যেনো পরিবেশন করতে না পারে সে লক্ষে সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) চাঁদপুর জেলা জজ আদালতের সভা কক্ষে চাঁদপুর জেলার সিভিল সার্জন ড. মো. সাখাওয়াত উল্যাহ, খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের কর্মকর্তা ও সকল থানার স্যানিটারী ইন্সপেক্টরগণসহ হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ ও হোটেল মালিকদের সাথে নিরাপদ খাদ্য আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হোটেল মালিক সমিতির প্রতিনিধিগণ আশ্বস্থ করেন, তারা খাদ্যে যে কোন ভেঁজাল প্রতিরোধে সহায়তা করবে এবং ভেজাল বিরোধী সচেতনতার প্রচারমুলক কাজে নিয়মিত অংশ গ্রহন করবেন।
সভায় প্রধান অতিথি হিসাবে চাঁদপুরের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নিদর্শনা প্রদান করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/