আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) প্রধান অতিথির বক্তব্যে বলেন, হক্কানী আলেম তৈরির লক্ষ্যে ছারছীনার আল্লামা নেছারউদ্দীন আহমদ (রঃ) বাংলার জমিনে শত-শত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠা করে গেছেন। তবে একটা সময় পর্যন্ত সে সকল মাদ্রাসা হতে হক্কানি আলেম পয়দা হয়েছিল। কিন্তু যুগের পরিবর্তনে সেখানে আজ অবাধে সহশিক্ষা ঢুকে পড়েছে। এখন আর সেখান থেকে হক্কানী আলেম পয়দা হয় না। আলেমদের মধ্যে থেকে আজ আক্বীদা, আমল ও আদর্শ বিদায়ের পথে আল্লাহর জমিনে হক্কানি আলেমদের দ্বীনের সঠিক আদর্শ তুলে ধরতে হবে। আর এ জন্যেই আমি আমার মরহুম পীর শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রঃ)-এর হাতে গড়া দীনিয়া মাদরাসার প্রতি গুরুত্বারোপ করছি। আপনারা নিজ-নিজ এলাকায় দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করুন। পীর ছাহেব আরো বলেন, হাদীর মর্যাদা অনেক বেশি। আবেদ সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু যে হাদী সে শুধু নিজেকে নিয়েই নয়, বরং; আহল, পরিবার, প্রতিবেশী তথা সমাজের সর্বস্তরের মানুষের কাছে দীনের দাওয়াত পৌঁছিয়ে দেয়। আর সকলকেই নিয়ে হাদী জাহান্নাম থেকে বাঁচাতে পারে।
গতকাল ১১ রমজান সোমবার বাদ আছর ফরিদগঞ্জ কামতা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ও বাজার কমিটির আয়োজনে ইফতার মাহফিলে পীর ছাহেব এ কথাগুলো বলেন।
মাহফিলে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় মুবাল্লেগ আলহাজ্ব মাওঃ হেমায়েত বিন তৈয়্যব, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওঃ কাজী মফিজ উদ্দীন, মহাসচিব মাওঃ রুহুল আমিন আফসারী, ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মোঃ এনায়েত উল্যাহ ফয়রাভী প্রমুখ।
জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি হাজী আবদুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোহাম্মদ সাইফুদ্দীন খন্দকারের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওঃ মোঃ জাকির হোসেন, যুব হিযবুল্লাহ জেলা সভাপতি মুফতী এস এম জাকির, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক হাফেজ মোঃ মনির হোসেন প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহর, যুব ও ছাত্র হিযবুল্লাহর বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আখেরী মোনাজাত পূর্ব আলোচনায় পীর ছাহেব আরোও বলেন, ছারছীনা দরবার আমলের দরবার। তাই আপনারা সুন্নাত তরিকা অনুযায়ী আমলী জিন্দেগী গঠন করবেন। আপনার সন্তান ও আত্মীয়স্বজনকে এ ছিলছিলার আক্বীদায় বিশ্বাসী হতে দাওয়াত দিবেন। যাতে তারা অন্য ভ্রান্ত আক্বীদায় বিশ্বাসী না হয়; সে দিকে খেয়াল রাখবেন। পরিশেষে ভক্ত মুরিদানের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন পীর ছাহেব।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।