আবু সাঈদঃ
কচুয়া উপজেলার শীর্ষস্থানীয় রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা গতকাল রবিবার শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের স্বতঃফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ কলেজ মিলনায়তনে এক অভিভাবক সমাবেশের পর এ ইনকোর্স (মূল্যায়ন) পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহনে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত এ পরীক্ষা চলবে। কলেজ সুত্রে জানা যায়, ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ৪৬নং ধারা মোতাবেক প্রনীত স্নাতক (পাস) ডিগ্রির রেগুলেশন্স গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি অনুযায়ী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে এ কার্যক্রম শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুসারে উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীদের আচরন সন্তোষজনক, লেকচার ক্লাসে ও ব্যবহারিক ক্লাসে তাদের উপস্থিতি সন্তোষজনক থাকতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক আরোপিত সকল শর্ত পূরন করে শিক্ষার্থীদের সকল নির্ধারিত কোর্সে তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক। শিক্ষার্থীদেরকে সকল নির্ধারিত তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় পৃথক ভাবে ৪০% বা ডি গ্রেডে বা গ্রেড পয়েন্ট ২ পেয়ে পাশ করতে হবে। যে সকল বিষয়ে ডি বা তদূর্ধ্ব গ্রেড অর্জিত হবে শুধমাত্র সে বিষয়গুলোর ক্রেডিট ফলাফলের গননায় আনা হবে এবং শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি নম্বরের ভিত্তিতে মুল্যায়ন করবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. এ.টি.এম শাহা আলম সিকদার ।
শিরোনাম:
বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৭ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।