কচুয়া প্রতিনিধি=
গতকাল রোববার বিএনপি ও অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা কচুয়ার রহিমানগর বাজারে অবস্থান নেয় ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রহিমানগর বাজারে কচুয়া থানার পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান করে।
এদিকে সন্ধ্যার পর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের একটি মিছিল রহিমানগর থেকে শুরু করে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে রহিমানগর বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা করলেও আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।