চাঁদপুর: রাইসমিলের উড়ন্ত ছাই বন্ধের প্রতিবাদে চাঁদপুরে জনতা বিক্ষোভ করেছে। চাঁদপুর শহরের পুরাণ বাজার রাইসমিলগুলোর উড়ন্ত ছাই বন্ধ করার জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাইকিং, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
এ সময় ওই এলাকার শত শত লোক ও ব্যবসায়ীরা সড়ক অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। খবর পেয়ে অর্ধ শতাধিক পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং ঘটনা প্রত্যক্ষ করে। পরিবেশ বিপর্যয় বিবেচনা করে প্রশাসন আগামী ১ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
ওই এলাকায় অবস্থিত রাইসমিল গুলির অধিকাংশের উড়ন্ত ছাইয়ে প্রতিনিয়ত শত শত লোক অন্ধ হচ্ছে। এ অঞ্চলের লোকদের দীর্ঘদিনের প্রাণের দাবী রাইস মিলের কালো ছাই আকাশে উড়া বন্ধ করতে হবে। সে দাবীর পক্ষে হাজার হাজার জনতা প্রতিনিয়ত আন্দোলন করে আসছিলো। ধীরে ধীরে আন্দোলন তীব্রতর আকার ধারণ করে এ আন্দোলন শরু হয়।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।