প্রতিবেদক : নিজের রাজনৈতিক কৌশলে অ্যাপোলো হাসপাতাল থেকে বের হয়ে এসেছেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি আমার রাজনৈতিক কৌশলে সেখান থেকে বের হয়ে এসেছি।’
বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি বাসভবনে আকস্মিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গুলশানে সেদিন পিপার স্প্রে ছুড়েছিল। জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী যেভাবে গ্যাস চেম্বারে মানুষ হত্যা করেছিল, এই সরকার একই কায়দায় দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে পিপার স্প্রে ব্যবহার করেছে।’
তিনি বলেন, ‘এই বিষাক্ত পিপার স্প্রে ছোড়ার ঘটনার পর থেকে দেশনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
অ্যাপেলো হাসপাতাল থেকে চুপিসারে চলে যাওয়ার পর গুলশানের একটি বাসা থেকে বিএনপির এই নেতা বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে থাকবে।’
টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে অবরোধ কর্মসূচি প্রত্যাহার কিংবা শিথিল করা হবে কি না, জনমনে এমন উৎকণ্ঠার মধ্যে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির বিষয়ে দলটির যুগ্ম-মহাসচিব এ কথা জানালেন।
গত সোমবার বিকেলে খালেদা জিয়া ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচিতে নয়াপল্টনে যেতে পুলিশি বাধার মুখে পড়েন। গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। এ সময় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খালেদা জিয়া।
তিনি সরকারের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার দ্রুত মুক্তি দাবি করেন তিনি।
