চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গিমারা চর এলাকায় গৃহবধূ শান্তা (১৮) নামে এক যুবতীর ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জানুয়ারি বুধবার বিকেলে এ লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দিন।
তিনি জানান, শান্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত শান্তার বাবা রহিম ও ভাই শাহজালালের দাবি, শান্তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা একটি লিখিত অভিযোগও দিয়েছেন। সেখানে শান্তার গলায় ওড়না পেঁচানোর দাগ তারা দেখেছেন বলে উল্লেখ করেছেন।
জানা যায়, শান্তার পিতার নাম রহিম বাদশা। ২ মাস আগে ৬নং ওয়ার্ড মেম্বার শফিউলের ভাতিজা ফয়সালের সাথে শান্তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে ফয়সাল শান্তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতো।