ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীর চরে যুবতী ধর্ষন মামলার ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার আটককৃতদের আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়।
জানা যায়, লক্ষ্মীরচরে সোবহান বেপারীর মেয়ে এর সাথে একই গ্রামের বারেক ফকিরের ছেলে কালামের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। কালাম বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রালাক্রমে তাকে ধর্ষন করে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে বেশ কয়েকবার সালিশী বৈঠক হয়। ইতিমধ্যে ধর্ষিতার পেটে ৫মাসের বাচ্চা থাকার পর আদালতে সে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলা নং-২৮৬(১৪) থানার মামলা নং-১৭ তারিখ: ০৮-০৭-২০১৪ মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। গত বৃহস্পতিবার দুপুরে মডেল থানার এস.আই মানিক ও এ.এস.আই সেলিম সর্দার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লক্ষ্মীরচর এলাকায় অভিযান চালিয়ে ২ ওয়ারেন্ট ভূক্ত আসামীকে আটক করে। আটককৃতরা হল বারেক ফকিরের ছেলে ছালাম (২৫) ও সিটু সর্দারের ছেলে আবুল খায়ের সর্দার (৪৫)। এলাকাবাসী সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামী কালাম বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফারিয়া গার্মেন্টেসে চাকুরী নিয়ে পলাতক রয়েছে।