শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়াল নগর গ্রামে সৈয়দ আলী মিজি (৪৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ মডেল থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাসটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। জানা যায়, গোয়াল নগর গ্রামের মিজি বাড়ি মৃত জোহর উদ্দিন মিজির ছেলে সৈয়দ আলী মিজি দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভূগছিল। গত শনিবার গভীর রাতে সৈয়দ আলী তার ঘরের ভিতরে আড়ার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে তার স্বজনরা আত্মহত্যার দৃশ্যটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাসটি থানায় নিয়ে যায়। নিহত সৈয়দ আলী মিজি ৬ ছেলে ২ মেয়ে। ঘটনার দিন রাতে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যায়। সে সুযোগে ঘরের আড়ার সাথে রশি বেধে আত্মহত্যা করে। এঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।