রাজরাজেশ্বরে জামাইর কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে চাঁদপুরে প্রগ্রেসিপ লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিমিটেডে ডিপিএস করে দেয়ার নাম করে প্রতারক শ্বশুর টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে মেয়ের জামাই ও ভাসুরকে পিটিয়ে আহত করেছে। গত মঙ্গলবার দুপুর ১২টায় রাজরাজেশ্বরের আশকান্দি ২নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, রাজরাজশ্বরের একই এলাকার রশিদ বেপারীর ছেলে গনি বেপারী (২৫) এর সাথে গত ৭ বছর পূর্বে হযরত আলী দেওয়ানের মেয়ে আম্বিয়া বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই গনি বেপারী ঢাকার সাভারে হোটেল ব্যবসা করে আসছিল। শ্বশুর হযরত আলী মেয়ে জামাইকে এককালীন ডিপিএস করে দেয়ার নাম করে ২ লাখ টাকা নেয়। সে চাঁদপুর শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিমিটেডে ডিপিএস করার নামে ১ লাখ ৮৭ হাজার ২শ’ ৩১ টাকা জমা দিয়ে জামাইর নামে না করে নিজের নামেই করে নেয়। মেয়ের জামাই গনি বেপারী ডিপিএস’র সময় ফুড়িয়ে আসলে টাকা উঠানোর জন্য শ্বশুরকে বলেন। সে দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। লম্পট শ্বশুর হযরত আলী গতিবিধি সন্দেহজনক হওয়ায় গনি বেপারী চাঁদপুরে এসে খবর নিয়ে দেখে ডিপিএস তার নামে না করে শ্বশুরের নামে করে নিয়েছে। এ নিয়ে জামাই ও শ্বশুরের মধ্যে বাক্বিতণ্ডা হয়। শ্বশুর হযরত আলী টাকা দেয়ার নাম করে জামইকে শ্বশুর বাড়িতে আসতে বলে। গনি বেপারী তার বড় ভাই মালেক বেপারীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে তাদেরকে মারধর করে দু’ভাইকে আহত করে এবং তার স্ত্রী আম্বিয়াকে শ্বশুর বাড়িতে রেখে দেয়। ঘটনার পর আহত দু’ভাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে ভর্তি হয়। এ ঘটনায় লম্পট শ্বশুরের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।