চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের চারটি গ্রামে পদ্মার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙ্গনে বিশাল এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং প্রায় অর্ধশত বসতঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভাঙ্গনের মুখে রয়েছে লগি্গমারা সাইক্লোন সেন্টার। মাটি ধস অব্যাহত থাকায় এই সাইক্লোন সেন্টারটি যে কোনো মুহূর্তে নদীতে চলে যাবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হযরত আলী বেপারী।
তিনি জানান, উজান থেকে প্রবল বেগে বন্যার পানি চাঁদপুর মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হওয়ায় রাজরাজেশ্বর ইউনিয়নের চর এলাকায় মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থলে প্রচ- ঢেউ এবং ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে। যার কারণে নদী এবার বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে নদী ভাঙ্গছে। এ পরিস্থিতিতে ইউনিয়নের মান্দেরবাজার, গোয়ালনগর, বলিয়ারচর ও লগি্গমারা এই চার গ্রাম এখন পদ্মা নদীর ভাঙ্গনের শিকার। শত শত পরিবার আবারো আতঙ্কে জীবনযাপন করছে বলে জানান চেয়ারম্যান। তিনি বিষয়টি লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের ত্রাণ শাখা ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। এ ব্যাপারে স্থানীয় এমপি ডাঃ দীপু মনির হস্তক্ষেপ কামনা করেছেন ভাঙ্গন কবলিত রাজরাজেশ্বর ইউনিয়নের অসহায় পরিবারগুলো।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।