মনিরুজ্জামান বাবলু
চাঁদপুরে সংখ্যালঘুদের দুইটি কাপড়ের দোকান সেমাববার দিবাগত রাতে লুটতরাজের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার হ্জাীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারের পোদ্দার বস্ত্রালয় ও পোদ্দার বস্ত্র বিতান। এ ঘটনায় পুলিশ রামু বর্মন নামের একজনকে আটক করেছে।
একই ব্যাবসা প্রতিষ্ঠানে গত বছরের ২৯ জুন রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার মালামাল লুটে নেয়া হয়।ওইসময় পাশ্ববর্তী আরেকটি দোকানসহ ৩টি দোকান দখলে নেয় বাবু বাহিনীর লোকজন।
পোদ্দার বস্ত্র বিতানে মালিক দীপক পোদ্দার ও পোদ্দার বস্ত্রালয়ের মালিক দিলীপ পোদ্দার জানান, সোমবার রাতে ১১টা দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যাই। বাড়ী যাওয়ার পথে সেই বাবু বাহিনীর বাবু আমাকে শুনিয়ে ফোনে কার সাথে যেন কথা বলেছে ‘সব ঠিক আছে তো?’ এসময় আটককৃত রামু বর্মন বিভিন্নভাবে উত্তপ্ত কথা বলে। পরে রাত ৩ টার দিকে দোকানে লুটতরাজ চলছে বলে খবর পাই।
দোকান নিয়ে বিরোধের বিষয়ে দিলীপ পোদ্দার ও দীপক পোদ্দারের বাবা দীজেন্দ পোদ্দান বলেন, গত বছর যে বাহিনী আমাদের দোকান লুট করেছে, তারাই আবার একই ঘটনা ঘটায়। গত বছর মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় প্রশাসন আমাদেরকে দোকান গুলো বুঝিয়ে দেয়।
রাজারগাঁও বাজারের ব্যবসায়ী কামরুজ্জামান জানান, ‘গত বছরের ঘটনায় আমাদের দায়ের করা মামলার হাজিরা ছিলো সোমবার। আদালতে গেলে রামু বর্মন আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে আমাদেরকে হুমকি দেয়। আর এই হুমকির দিন শেষে রাতে ঘটে ফের লুটের ঘটনা।’
ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি বলেন, ‘এটি চুরির ঘটনা। লুটতরাজ নয়। বাবু বাহিনী ঘটনাটির সাথে জড়িত প্রসঙ্গে বলেন, কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে তা প্রশাসন খতিয়ে দেখবে।’
উল্লেখ্য, এই চেয়ারম্যানের নেতৃত্বেই বাবু বাহিনী অপকর্ম চলছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে রামু বর্মন নামের একজনকে আটক করা হয়েছে। তাকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।