স্টাফ রিপোর্টার
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর শহরের পুরাণবাজার হতে গতকাল ১১ মে রোববার রাতে পুলিশের একটি টিম মাদক সম্রাট বাচ্চু মিজিসহ ৩ জনকে আটক করে এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবহারের সামগ্রী উদ্ধার করে। এ সময় বাচ্চু মিজির সহোদর মাদকের গডফাদার হাবিব মিজিসহ অন্যান্য মাদক বিক্রেতা ও ক্রেতারা পালিয়ে যায়।
জানা যায়, গতকাল রাত পৌনে ৮টায় পুলিশের ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডস্থ কোহিনুর সিনেমা হল সংলগ্ন নূর মোহাম্মদ মিজির পুত্র মাদক সম্রাট বাচ্চু মিজির মাদকের আস্তানায় হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই মাদক ব্যবসায়ী হাবিব মিজি, মাদকসেবী ও মাদক ক্রেতারা পালিয়ে যেতে সক্ষম হলেও পালাতে পারেনি বাচ্চু মিজিসহ তার সহযোগী চাঁদপুর বড় স্টেশন এলাকার কুলিবাগানের সফিক শেখের পুত্র মোঃ ফারুক শেখ (১৮) ও পুরাণবাজার মধ্য শ্রীরামদী এলাকার নুরু গাজীর পুত্র মোঃ মরু গাজী (২৫)। পুলিশ তাদেরকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ মাদক বিক্রেতাসহ মাদক গ্রহণকারীদের যোগাযোগের সূত্র ল্যাপটপ, ৪০ পিচ ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ প্রায় ৫ হাজার টাকা, একটি অটো সিগন্যাল ল্যাম্প, ৪টি মোবাইল, নেশা জাতীয় সামগ্রী ব্যবহারের সিরিঞ্জসহ বিভিন্ন মাদক সামগ্রী উদ্ধার করে। জানা যায়, উদ্ধারকৃত ল্যাপটপের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে মাদক গ্রহিতা ও বিক্রেতাদের মাদকের মওজুদকৃত তালিকাসহ দাম জানানো হতো এবং তাদের নিজেদের অবস্থান সম্পর্কে অবহিত করা হতো।
উল্লেখ্য, মাদক সম্রাট বাচ্চু মিজি ইতিপূর্বে অনেকবার মাদকসহ আটক হয়েছে। প্রত্যেকবারই সে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসার কাজে লিপ্ত হয়।