মিজান লিটন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে শুক্রবার ত্রিমুখী সংঘর্ষের ১৬ ঘন্টা পর আওয়ামীলাগ-বিএনপির ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটনের মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়।
এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু (৩২), ছাত্রলীগ কর্মী আকতারুজ্জামান বাবু (২৫), মাঈনুদ্দীন (২২), সুমন (২৬), রাসেল (২৫), বিল্লাল (২২), জিকু (৩৬), সালাউদ্দিন (২৪), মহসীন (২৯) ও আমির হোসেন (২৭)সহ আরো অনেকই।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করে। ওইসময় পুলিশ দুই অবরোধকারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, যুবদল কর্মী আতিক (২৫), কবির (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন যুবদলের সভপাতি হাবিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ নেতার মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়।
ঘটনাস্থলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু হানিফ ও হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমের নেতৃত্ব সাঁড়াশি অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে পুলিশ ও আওয়ামীলীগ-বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানা উপ পরিদর্শক মনির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।