ভুয়া অশ্ব চিকিৎসক লিটন সরকার সন্ত্রাসী ভূমিকায়
রামপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ॥ ঘর থেকে ঢেকে নিয়ে যুবককে কুপিয়ে জখম

শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়নের বহু মামলার আসামী ভূয়া অশ্ব চিকিৎসক লিটন সরকার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালানোর খবর পাওয়া গেছে। ঘর থেকে ঢেকে লিটনের বাড়িতে নিয়ে রাতের আধারে বাকিলা বাজারের পল্লি চিকিৎসক নকুল সরকার (৩০) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রানে মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গুরুত্বর আহত অবস্থায় গত বুধবার রাত ১১টায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে নকুল মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নকুলের পরিবারের স্বজনরা জানায়, হারাধন সরকারের ছেলে লিটন সরকারের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। লিটন জোর পূর্বক অন্যেরসহ আমাদের সম্পত্তি দখল করে নেয়। সম্পত্তিগত বিরোধ নিয়ে বেশ কয়েকটি মামলা হয়। পূর্বের শত্রুতার জের ধরে ঘটনার দিন রাত ১১টায় লিটন সরকার বাড়ির ভাড়াটিয়া শাহমাহমুদপুর ইউনিয়নের জামায়াতের আমীর রহমত উল্ল্যাহর ছেলে হাবিব, তার ভাগিনা রকিব ও শিশির কে নকুল সরকারের বাড়িতে পাঠানো হয়। ভাড়াটিয়া সন্ত্রাসীরা ঘর থেকে কথা আছে বলে ঢেকে নিয়ে লিটন সরকারের দেবপুর নতুন বাড়িতে নিয়ে আসে। পরে তাকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। নকুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ভুয়া চিকিৎসক লিটনের উদ্দেশ্য ছিল তাকে মেরে লাশ গুম করে ফেলা। কিন্তু নকুলের চিৎকারে লোকজন ছুটে আসায় লিটনসহ সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন স্থানীয় এলাকাবাসী জানায়, লিটন সরকার ও তার পরিবার এক সময় মহামায়া বাজারে মাছ বিক্রয় করত। পরে বাজারে একটি দোকান নিয়ে কোন অভিজ্ঞতা ছাড়াই লিটন সরকার অশ্ব, গেজ ও ভগন্দর চিকিৎসা করতে থাকে। সে চিকিৎসার নামে হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ভাংঙ্গা ঘর থেকে সে বর্তমানে মানুষের টাকা আত্মসাৎ করে এলাকায় কয়েকটি বাড়ি তৈরি করেছে। কয়েকদিন পূর্বে সে ভুয়া চিকিৎসা করে বাগাদী ইউনিয়নের এক ব্যাক্তিকে মেরে ফেলায় হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া ভুয়া চিকিৎসা করায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। সেই মামলায় লিটন সরকার আটক হয়ে কয়েকবার জেল হাজতে ছিলেন। লিটন জেল থেকে বেড়িয়ে এসে জামায়াত, শিবিরের ক্যাডার দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
এ হামলার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের স্বজনরা জানায়।