রফিকুল ইসলাম বাবু ॥
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবীতে ফরিদগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সুবিধপুর ইউনিয়নের সর্বস্তরের মোসলমান। রবিবার বিকেলে ওই ইউনিয়নের মুন্সিরহাট বাজারে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। “রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে ও থাকবেই” এই শ্লোগানে মুখরিত হয় ওই এলাকা। বিক্ষোভ মিছিল মুন্সিরহাট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মুন্সিরহাট জিএন্ড এ আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ সাদ্রার হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ হাছান চৌধুরী। সাচেনমেঘ এলাকার মাওলানা মুহাম্মদ বারাকাত উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন মো. মাইনুদ্দিন, মাওলানা মো. রহমত উল্যাহ, মাওলানা মো. ইমদাদুল হক, মাওলানা মো. মাহবুবুল আলম। বক্তারা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার জন্য হাইকোর্টের মহামান্য বিচারকদের কাছে অনুরোধ জানান। তারা বলেন, পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এদেশে এমন কোন কাজ কেউ যেন না করে, যাতে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। বাংলাদেশে সকল ধর্মের লোক নিরাপদ আছে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন। ইউনিয়নবাসীর পক্ষে এই কর্মসূচীর আয়োজন করেন মো. মাইনুদ্দিন, মো. সাখাওয়াত ও মো. গিয়াস উদ্দিন মজুমদার।