স্টাফ রিপোর্টার ॥
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের শপথ চত্তরে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সভাপতি মাও. নুরুল আমিন।
সংগঠনের সেক্রেটারী শেখ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ গাজী মো. হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাও. মাকসুদুর রহমান, সদর উপজেলার সভাপতি মাও. আব্দুল্লাহ আল মামুন, জয়েন্ট সেক্রেটারী মাও. নুরুউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি শাহজামাল গাজী সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক শেখ রায়হান মো. আক্তার, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি ডা. বিল্লাল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মহসিন হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না। প্রয়োজন হলে ১৯৭১ সালের ৩০ লাখ শহীদ জীবন দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছে, তেমনি মুসলমানরা রক্তদিয়ে হলেও ইসলামকে রক্ষা করবে। আজ ২৮ মার্চ ইসলাম বিরুধী কোন রায় যেন না দেওয়া হয় তার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ।
ক্যাপশানঃ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা ইসলাম আন্দোলনের মানববন্ধনে বক্তব্য রাখছেন, জেলা শাখার সাবেক সভাপতি মাও. নুরুল আমিন।