প্রতিনিধি =
মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে দাফনের জন্য সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধার স্ত্রী রোকেয়া বেগম গত ৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্যাহর বিরুদ্ধে এ অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এ ঘটনা তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দিলে তিনি গতকাল সোমবার অভিযোগের তদন্ত করেন।
অভিযোগ পত্রে রোকেয়া বেগম উল্লেখ করেন, আমার স্বামী মোখলেছুর রহমান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তাঁর মুক্তিবার্তা নং-০২০৫০২০৯৫৫, মন্ত্রণালয় সনদ নং- ম-১৪১৮৭৪ এবং মুক্তিযোদ্ধা আইডি নং- ০২০৩০৮০২২৭। গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। রোকেয়া অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর খবরটি ওই সময়কার মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যাহকে জানালেও তিনি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা নেননি। বিষয়টি প্রশাসনকেও জানাননি। গত জুন মাসে স্বামীর লাশ দাফনের জন্য সরকারের বরাদ্দকৃত ১৪ হাজার নয়শত টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়। টাকা উত্তোলনের জন্য ব্যাংকের একটি চেক সই করে তাঁর কাছে দেই। তিনি সে টাকা উত্তোলন করে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বাকি নয় হাজার নয়শত টাকা আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করলে তিনি মুক্তিযোদ্ধার তালিকা থেকে আমার স্বামীর নাম বাদ এবং মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেয়ার হুমকি দেন।
অভিযোগের ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্যাহ বলেন, মোখলেছুর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন। গত বছর যাচাই-বাছাইয়ের পর তাঁর নাম তালিকা থেকে বাদ দেয়ার জন্য মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে । গেজেটেও তাঁর নাম নেই। এজন্য তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি। বরাদ্দকৃত টাকা মুক্তিযোদ্ধার স্ত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। উনি সে টাকা উত্তোলন করেছেন। টাকা আত্মসাতের প্রশ্নই উঠেনা।
তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, গতকাল উভয়পক্ষের লিখিত বক্তব্য নেয়া হয়েছে। তদন্ত শেষ হলে টাকা আত্মসাতের বিষয়টি পরিস্কার হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম সাংবাদিককে বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।