রায়পুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস- ২০১৭ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনে উদ্যোগে একটি বিশাল মানব বন্ধন ও র্যালির আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জন সাধারণসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সতঃস্পূর্ত অংশ গ্রহন লক্ষ্য করা গেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী রায়, উপজেলা শিক্ষা পরিদর্শক অফিসার মাঈন উদ্দিন, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের, রায়পুর থানা উপ-পুলিশ পরিদর্শক এরশাদ উল্যা, উপ-পুলিশ পদির্শক মোজাম্মেল হোসেন, রায়পুর মার্চেন্ট একাডেমির সিনিয়র শিক্ষক ওমর ফারুক, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহ্মুদুর রহমান প্রমুখ। মাদকে না বলুন এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মাদকদ্রব্য অপব্যবহারে নিজ নিজ অবস্থান থেকে স্বক্রিয় থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।