মোঃ জামাল হোসেন: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে শাহরাস্তিতে নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন মুশু ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়। উপজেলার রায়শ্রী বাজার রেলগেইট এলাকায় সহ বিভিন্ন স্থানে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, এতিমদের নামে বিদেশ থেকে টাকা এনে বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া আত্মসাৎ করেছে। আত্মসাৎকারী এ চাটুকারদের কঠিন সাজা হওয়া উচিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন সরকার কোন দুর্নীতিবাজকে ক্ষমা করবে না। খালেদা ও তারেক জিয়া এ দুর্নীতি থেকে রক্ষা পাবে না। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মোস্তফা কামাল, ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সদস্য মোঃ আবুল হোসেন, যুবলীগ নেতা মোঃ আবু জাফর, ইউ.পি যুবলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াকুব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম মানিক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী নুরে আলম, ছাত্রলীগ নেতা মাকসুদ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন, শ্রমিক লীগ নেতা সামছুল আলম, মোঃ মহিন মিজি, মোঃ জাহিদ বিন ইসলাম সম্রাট, নাছির আহমেদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।