স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবার ডিলার দুলাল (৩০) কে ইয়াবাসহ আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম ও এএসআই আহসানুজ্জামান লাভুর নেতৃত্বে শহরের নতুনবাজার পুরানবাজার সেতুর পালবাজারের সামনে মোটরসাইকেলে ৪০ পিছ ইয়াবা সহ তাকে আটক করে। আটকের পর ডিবি পুলিশ তাকে নিয়ে পুরানবাজারে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বললে সে মধ্য শ্রীরামদী অন্যের বাড়িতে নিয়ে যায়। পরে ডিবি পুলিশ সেখান থেকে চলে এসে দাসপাড়া দেলোয়ারের ৩ তলা ভবনের ৩য় তলায় দুলালের আসল বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলালের স্ত্রী ঘরে থাকা ইয়াবা অনত্র সরিয়ে ফেলে। জানা যায়, লক্ষীপুর জেলার রায়পুর থানার খিদিরপুর গ্রামের তসলিমের ছেলে দুলাল গত ৫/৬ বছর পূর্বে চাঁদপুরে এসে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। এমনকি দু মুঠো ভাত যোগাকে মানুষের বাড়িতে বাড়িতে বাজার দিয়ে আসতো। তারাতারি ধনী হওয়ার লোভে মাদক ব্যবসায়ীদের সাথে গভীর সম্পর্ক তৈরী করে রিক্সা যোগে ইয়াবা,ফেন্সিডিল,গাজা খুচরা বিক্রি শুরু করে। তার পর থেকে শাহারাস্তির মাদক স¤্রাট আমির সওদাগরের হাত ধরে চাঁদপুরে ইয়াবা ফেন্সিডিল এনে পাইকারী বিক্রি শুরু করে। মাদক বিক্রি করে রিক্সা চালক থেকে হু হু করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে।
গত কয়েক বছর পূর্বে সে বিটি রোডে অর্ধ কোটি টাকার বিনিময়ে জায়গা ক্রয় করে। গেল কিছুদিন পূর্বে আমির সওদাগর বাড়ি কেনার সময় দুলালের কাছ থেকে ১০ লক্ষ টাকা ধার নেয়। দুলাল চাঁদপুর শহরের পুরানবাজারসহ পশ্চিমাঞ্চলে ইয়াবা পাচার করার জন্য দাসপাড়ায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা শুরু করে। এছাড়া সে নিশি বিল্ডিং এলাকায় তার আরেকটি বাসা রয়েছে। সেখান থেকে মাদক চরাঞ্চলে নদী পথে পাচার করে। তার বিশস্ত একজন সিএনজি চালকের মাধ্যমে শাহারাস্তি ও কুমিল্লা থেকে ইয়াবার বড় চালান চাঁদপুরে এনে বিক্রি করে। আজ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।