প্রতিনিধি=: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কিভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন এর সঠিক জবাব দিতে না পারায় একজন ইন্সপেক্টরসহ ৯ পুলিশকে বরখাস্ত করা হয়েছে।এ প্রসঙ্গে পুলিশের বিশেষ শাখার একজন ঊধ্বর্তন কর্মকর্তা জানান, ৮ নভেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘন্টা হরতাল ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরেই শীর্ষ নেতাদের গ্রেপ্তারে হার্ডলাইনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় অনেক নেতা আত্মগোপনে গেলেও রুহুল কবির রিজভী পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন।
তিনি আরও জানান, এ ঘটনা কেন্দ্র করেই মুলত পুলিশের এই ৯ সদস্যের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে।