প্রতিনিধি
মতলব পৌর এলাকায় নলুয়া গ্রামে চোর ধরতে কবিরাজের দেয়া রুটি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৩ জুন রাতে তারাবীহ নামাজের পর এ সংঘর্ষ হয়। এতে মহসীন নামে একজন আহত হয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ঘটনা সূত্রে জানা যায়, মতলব পৌর এলাকার নলুয়া গ্রামের হামিদ প্রধানিয়া বাড়ির মহসীন প্রধানের ঘরে গত শুক্রবার (১৭ জুন) রাতে চোরের দল সিঁধ কেটে প্রবেশ করে এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়। চোরকে ধরতে কবিরাজের আশ্রয় নেন মহসীন। কবিরাজ তাকে রুটি পড়া দিয়ে বলে, যে ব্যক্তি এ রুটিকে খেতে পারবে না, সেই চোর। কবিরাজের কথা মতো মহসীন তার সন্দেহে থাকা লোকদের রুটি খেতে দেন। তখন দেখা যায় যে, একই বাড়ির রফিক প্রধানের ছেলে সুমন সম্পূর্ণ রুটি খেতে না পেরে শুধুমাত্র চিবাতে থাকে। ঠিক ওই সময় তারাবীহ নামাজের সময় হওয়ায় সবাই নামাজ পড়তে মসজিদে চলে যায়। নামাজ শেষ হতেই সুমন ও তার পিতা মিলে মহসীনের উপর হামলা করে। এতে মহসীন আহত হয়ে বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপরে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহসীন।
আহত মহসীন বলেন, আমি বিকাশের ব্যবসা করি। চোরেরা আমার ঘর থেকে এক লাখ টাকা নিয়ে যায়। ঘটনার দিন তারা বাপ-বেটা মিলে আমাকে মারধর করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর আহিজল মুন্সি বলেন, চুরির বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা যেতো। কিন্তু একে অপরের সাথে মারপিট করলে ঘটনাটি আরো বড় আকার ধারণ করে।