কোনো খেলনার জনপ্রিয়তা বেশিদিন থাকে—এমনটা খুব কম দেখা যায়৷ কিন্তু রুবিক’স কিউব ৪০ বছর ধরে তার জনপ্রিয়তা টিকিয়ে রেখেছে৷ গতকাল ১৯ মে ছিল রুবিক’স কিউবের ৪০তম জন্মবার্ষিকী৷ বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ডুডলেও গতকাল স্থান পায় এই বুদ্ধির খেলনা৷ ত্রিমাত্রিক অ্যানিমেটেড রুবিক’স কিউব মেলানোর সুযোগও ছিল এই ডুডলে৷ ১৯৭৪ সালে হাঙ্গেরীয় স্থপতি এমো রুবিক এই খেলনা তৈরি করেন৷ তবে প্রথমে তিনি এটিকে খেলনা হিসেবে তৈরি করেননি৷ জ্যামিতির ব্যাখ্যায় সাহায্য করার জন্য তিনি ওয়ার্কিং মডেল হিসেবে এই কিউব উদ্ভাবন করেন৷
এই কিউবের প্রতিটি সাইডে রয়েছে নয়টি করে রং৷ ব্যবহারকারীকে এই রংগুলো মেলাতে হয়৷ এমো রুবিক প্রথমে নিজেই এসব রং মেলাতে পারেননি৷ পরে বহু চেষ্টার পর তিনি তা পারেন৷ মোট ৪৩ মিলিয়ন ট্রিলিয়নবার (৪৩,০০০,০০০,০০০,০০০,০০০,০০০) এটির সমাধান করা যায়৷ এমো রুবিক এর নাম দিয়েছিলেন ‘ম্যাজিক কিউব’৷ ১৯৭৪ সালে তৈরি হলেও এটি খেলনা হিসেবে বাজারে আসতে বেশ কয়েক বছর সময় লেগে যায়৷ ১৯৭৯ সালে নুরেমবার্গে এক খেলনার মেলায় রুবিক’স কিউব প্রদর্শিত হয়৷ দারুণ জনপ্রিয়তা পায় এটি৷ ২০০৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত সারা বিশ্বে ৩৫ কোটি রুবিক’স কিউব বিক্রি হয়েছে৷ গতকাল জন্মদিন উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল তার হোম পেজে রুবিক’স কিউব প্রদর্শন করেছে৷
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।