ফাহিম শাহরিন কৌশিক খান ॥
চাঁদপুর শহরের পুরান বাজার ৫নং ঘাট এলাকায় অবস্থিত সাবেক রাইস মেলে কাজ করতে গিয়ে শ্রমিক মৃত্যুর ঘটনা গোপন করে পুলিশকে না জানিয়ে দূর বিত্তররা হাসপাতাল থেকে লাস নিয়ে উদাও হয়ে যায়। ঘটনা স্থলে মৃত্যুর রহস্য উদ্ধঘাটনের জন্য গিয়ে মিলেছে বিভিন্ন ভিভ্রান্তি মূলক তথ্য। নিহত শ্রমিক ছোটন (৩০) কে হাসপাতালে নিয়ে আসা অপর শ্রমিক সামিম ও তার সহযোগীরা জানায়, রূপালী রাইস মেলে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর শুনার পর কয়েকজন সংবাদিক পুরান বাজার ৫নং ঘাট এলাকায় রুপালী রাইস মেল ও সাবেক সোনালী রাইস মেলে গিয়ে ঘটনা সম্পকে জিজ্ঞাসাবাদ করলে তারা কেউ মুখ খুলেনি। ঘটনার পর-পরই মেলের লোকজন কাউকে বুঝতে না দিয়ে আহত অবস্থায় ছোটনকে নৌকায় করে প্রেসকাব ঘাট দিয়ে উঠিয়ে সদর হাসপাতালে নিয়ে আসে। সাংবাদিকরা ঘটনা অনুসন্ধানে ঘটনা স্থলে গিয়ে ভিব্রন্তি মূলক তথ্য পাওয়ার পর পুরনায় ছুটে আসে সদর হাসপাতাল। কিন্তু ততনে নিহত শ্রমিককে এম্বুুলেন্সে উঠিয়ে পুলিশকে না জানিয়ে তার দেশের বাড়ি খুলনায় নিয়ে যায়। পরে মৃত্যুর কারন ও ঘটনা জানতে হাসপাতালের খাতায় লিপিবদ্ধ থাকা লাসের বহন দাতা সামিমের মোবাইল নম্বর ০১৯৮৯৩১৩০৯৩ ফোনে যোগাযোগ করলে সে জানায় রুপালী রাইস মেলে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে ছোটনের মৃত্যু হয়েছে। বাকি সব জানতে মেলের কতৃপরে সাথে যোগাযোগ করে। তার তথ্য অনুযাই চাঁদপুর বার্তা পত্রিকায় ১৭অক্টোবর রোজ শুত্রবার রাইস মেলে শ্রমিক মৃত্যুর ঘটনা প্রকাশিত হয়। শ্রমিক মৃত্যুর ঘটনা রহস্য গোপন রেখে ও ঘটনা স্থালে গিয়ে ভিব্রন্তি মূলক তথ্য পাওয়ায় মূল তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি। ঘটনা অনুস্থানে জানাযায় ৫নং ঘাট রুপালী রাইস মেলের মালিক মৃতঃ আবদুল রশিদ ব্যাপারির বড় ভাই মৃতঃ মুনাফ ব্যাপারির মালিকানাধীন সোনালী অটো রাইস মেল সম্পতি সহ তার উত্তরাধীকারিরা বিসমিল্লাহ লবন মেলের মালিক বিল্লাল ও হারুন পাটওয়ারীর কাছে বিক্রি করে। বর্তমানে সাবেক রাইস মেলটি ভেঙ্গে নবগঠিত বিসমিল্লাহ লবন মেলের নির্মান কাজ চলছে। ঘটনার দিন শ্রমিক ছোটন নব নিরমীত বিসমিল্লাহ লবন মেল ও রুপালী রাইস মেলের মাঝখানে ছাউনির এঙ্গেল লাগাতে গিয়ে উপর থেকে পড়ে ছোটন আহত হয়। রক্তাত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্রমিক মৃত্যুর ঘটনা স্থানিয়রা প্রথমে না জানলেও পরে জানলেও ঘটনা স্থল কোথায়তা নিশ্চিত করতে পারেনি। ঘটনার স্থলে গিয়েও ভিব্রন্তি মূলক তথ্য পাওয়ায় সাংবাদিকদের প্রকৃত তথ্য প্রকাশ করতে ব্যার্থ হয়েছে। গতকাল বিসমিল্লাহ লবন মেলে গিয়ে ঘটনা সম্পেকে জানতে চাইলে তারা উদুর পিন্টু বুধর ঘারে দেওয়ার মতো করে অন্যাকে দোষারফ করে। এবং ভিব্রন্তি মূলক তথ্য প্রদান করে। চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনা তদন্ত করলে প্রকৃত রহস্য উদ্ধাঘাটন করা সম্ভব হবে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।