শওকত আলী॥
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে কিন্ডারগার্টেনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীসহ সকলের কল্যাণ কামনায় বার্ষিক মিলাদ ও এ বিদ্যালয়ের অত্যান্ত শিক্ষার্থী প্রেমী, বিনয় ব্যবহারের অধিকারী,ন¤্র-ভদ্র ও শহরের শিক্ষার্থী,অভিভাবকের অত্যান্ত প্রিয় মানুষটি হচেছ, উপাধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ সামছুদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় মিলনায়তনে ব্যাপক আযোজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, চাঁদপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টেন শিক্ষা কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত, বিশিষ্ট চিকিসৎক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী উপাধ্যক্ষ আবুল কালাম মোঃ সামছুদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম রেজা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ারিয়া বিনতে কামরুল, মোঃ ইউনুছ খান ও ইসরাত জাহান মিনহা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র মোঃ সাইফ।
বিদায় অনুষ্ঠানে অতিথিরা বলেন,এ শিক্ষকের শিক্ষা পেয়ে অনেক শিক্ষার্থী আজ দেশের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে দেশ পরিচালনায় সুযোগ পেয়েছেন।
সুশিক্ষার জন্যেই রেলওয়ের কর্মচারীরা মিলে ১৯৮৩ সালে নিজেদের অর্থে এ রেলওয়ে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছে। এ এলাকায় সাধারণ মানুষের বসবাস বেশি। তাদের সন্তানদের ভালো পড়াশুনা করাতে মূলত এ প্রতিষ্ঠান। আজ এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত । তারা আরো বলেন, এ বিদ্যালয় বিভিন্ন সময় রাজনৈতিক ঝড়-তুফানের কবলে পড়েছে । এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা এখানে শিক্ষকতা করছেন, তারা দায়িত্বের মূল্যবোধ নিয়েই তা’ করছেন। আজকে বিশাল মাঠ এবং বিদ্যালয় অঙ্গনে সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছে। প্রতি বছরই শিক্ষা কমিটির আহ্বায়ক কাজী শাহাদাতের তত্ত্বাবধানে বিদ্যালয়টি ভালো রেজাল্ট করছে। এবারো আরো ভালো রেজাল্ট করবে এটাই আমাদের বিশ্বাস।
বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতা করেন আজকের এ বিদায়ী উপাধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ সামছুদ্দিন নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন। তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছেন,চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে।
রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফরহাদ মোর্শেদ শাওনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের খতিব ও রেলওয়ে কিন্ডারগার্টেনের সাবেক ধর্মীয় শিক্ষক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডঃ দেবাশীষ কর মধু, বিদ্যালয়ের শিক্ষক রুবিনা মরিয়ম, রাবেয়া আক্তার, নাজমা বেগম, প্রীতি দেবনাথ, আয়শা আক্তার, মোঃ আরিফ হোসাইন, ফাতেমাতুজ জোহরা, সফিউল্লাহ সুমন, মাওঃ ইয়াকুব আলী, সাবেক শিক্ষক ফারুক আলমসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ৩৪ বছরের শিক্ষক আবুল কালাম মেহাম্মদ সামছুদ্দিন কর্মজীবন থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ বিদায়ী শিক্ষককে উপহার প্রদান করেন এবং অতিথিবৃন্দ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীর হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন।