চাঁদপুর শহরের বকুলতলা শিশু বিদ্যালয় রেলওয়ে কিন্ডার গার্টেনের প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীসহ সহ¯্রাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে।
কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়াতে ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে লায়ন্স ক্লাবের সংগঠন লিউ ক্লাব অব চাঁদপুর রুপালী পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় হলরুমে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন নির্মল সাহা।
বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহবুবুর রহমান টিটিই, সদস্য সাংবাদিক মো. শওকত আলী, বিদ্যালয়ের শিক্ষক একেএম শামসুদ্দিন, অভিভাবক আঃ মতিন পাটওয়ারী, লিউ সভাপতি শাওন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, আব্দুল্লাহ আল-মামুন, টিপু সুলতান, তামজিদ ও মমিন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।