চাঁদপুরে চাঞ্চল্যকর আলোচিত রেহান উদ্দিন মিজির ক্লুলেস হত্যাকান্ডের প্রধান আসামী খোরশেদ আলম(২৭) কে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ। চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় গত ২৩ জুন আলোচিত রেহান উদ্দিন মিজি হত্যাকান্ডটি সংঘটিত হয়েছিল। এ ঘটনায় পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সাথে জড়িত সন্দেহে সেই সময় প্রাথমিকভাবে তামান্না শারমিন ভিলার নাইটগাইড ও নিহতের ২য় স্ত্রীসহ সন্দেহজনক ৪ জনকে আটক। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৫জনকে আটক করলো।
আজ ১’লা জুলাই বৃহস্পতিবার শেষ বিকালে পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম) বার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
এ খুনের ঘটনায় মামলার পরেই পুলিশ সুপার মিলন মাহমুদ দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশীদকে নির্দেশনা প্রদান করেন আসামী আটকের জন্য। তার নির্দেশ পাওয়া ১ সপ্তাহের মধ্যেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফুটেজের ছবি দেখে সংঘটিত এ রেহান উদ্দিন মিজির চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের প্রধান আসামীকে খোরশেদকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
এ ব্যপারে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, জুয়া খেলায় হেরে যাওয়ার ক্ষোভের কারনে রেহান উদ্দিন মিজিকে ধারালো লোহার দা দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করে আসামী খোরশেদ আলম। পরে আমরা ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে পলাতক এ খোরশেদ আলমকে শহরের প্রফেসর পাড়া সাধন গাজীর মেস থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
পুলিশ সুপার মিলন মাহমুদ আরও বলেন, আসামীর দেওয়া তথ্য মতে আমরা খুনে ব্যবহৃত দা, মৃত ব্যক্তির রক্তমাখা লুঙ্গি, ১টি গেঞ্জি, তাস, ১টি লাইটার, বেনসন সিগারেটের প্যাকেট ও ১টি নীল রঙ্গের মাস্ক আলামত হিসেবে উদ্ধার করি। গ্রেফতার হওয়া আসামী খোরশেদ আলমের বিরুদ্ধে এর পূর্বেও ২টি গরু চুরির মামলা রয়েছে। সে মূলত লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার শেফালী পাড়া গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। আমরা তাকে আজ বৃহস্পতিবার ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্ধী গ্রহণের জন্য আদালতে পাঠাবো।
এই প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, ডিআইও ওয়ান তোতা মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
উল্লেখ্য, গত ২৩ জুন বিকালে শহরের নিউ ট্রাকরোড খান বাড়ী সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া রেহান উদ্দিন মিজি (৫৫) নির্মমভাবে খুন হন। ঐ ঘটনায় সদর মডেল থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ও এই ঘটনায়র বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে । চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৬১/৩৬৮। তাং-২৪/০৬/২০২১। সেই সময় এ ঘটনার জন্য প্রাথমিকভাবে তামান্না শারমিন ভিলার নাইটগাইড ও নিহতের ২য় স্ত্রীসহ সন্দেহজনক ৪ জনকে আটক করে পুলিশ।