স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের কৃতি সন্তান রোটারিয়ান মোঃ রোকনুজ্জমান রোকন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন। গতকল শনিবার সংগঠনের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে শরীয়ত হাফেজ মাওলানা ক্বারী শাহ্ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর। এ সময় মজলিসের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। রোকনুজ্জামান ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত হন। উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি প্রথমে জাসদ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন এবং একই সময় তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বহুবছর তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। পূর্বে তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে মরহুম হাফেজ্জী হুজুর (রহ.) এর সুযোগ্য পুত্র ও সংগঠনের আমীর মাওলানা শাহ্ আতাউল্লাহ্ ইবনে হাফেজ্জী হুজুর এর নেতৃত্বে তিনি এখন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রোটারিয়ান মোঃ রোকন্জ্জুামান রোকন শুধুমাত্র একজন রাজনীতিবীদ নয়, তিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। তিনি জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। তিনি ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা পেশায় কাজ করে আসছেন। সত্য ও ন্যয় প্রতিষ্ঠায় তিনি তার সাংবাদিকতা জীবনে দীর্ঘ সময় পার করেছেন। সত্যের মুখোমুখি হয়ে পেশাগত কাজ করতে গিয়ে তিনি অনেক হয়রানির শিকার হয়েছেন। তারপরও তার আদর্শ থেকে একটু নড়েননি। চাঁদপুরে তার সাংবিদকতায় বলিষ্ঠ ভুমিকা ছিলো এবং বর্তমানে জাতীয় পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। পাশাপাশি তিনি ছাত্রজীবন থেকেই একজন সমাজ সেবক। মানুষ মানুষের জন্য এই বাক্যটি তিনি বাস্তবে রূপ দিয়েছেন। রোটারী ক্লাব, রেডক্রিসেন্ট, স্থানীয়ভাবে গড়ে উঠা মসজিদ, মাদ্রাাসা, বিদ্যালয় উন্নয়নে তিনি বহু কাজ করেছেন।
এছাড়াও তিনি চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়ায়গণস্টিক সেন্টারের চেয়ারম্যান, বৃহত্তর কুমিল্লা সমিতির কার্যকরি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা ওয়ার্ল্ডটেক কম্পিউটার এ- ইনফরমেশন টেকনোলজী’র চেয়ারম্যান, নানুপুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, নানুপুর কবিরাজ বাড়ী বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বাগাদী নিজ গাছতলা ঈদগাঁ পরিচালনা কমিটির সহ-সভাপতি, রোটারি ক্লাব অব চাঁদপুর এর পরিচালক পাবলিক রিলেশন, চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক, সদস্য: চাঁদপুর ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটি, সদস্য: চাঁদপুর প্রেসক্লাব, আঞ্জুমানে খাদেমুল ইনছান, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি, ঢাকাস্থ কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি, বাগাদী আহম্মদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, আজীবন সদস্য: চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন, সাধারণ সম্পাদক: ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতি। সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় দৈনিক মানবজিন, দৈনিক আমারদেশ, টেলিভিশন চ্যানেল এনটিভিতে সুনামের সাথে কাজ করেছেন। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান এর পিএস এবং বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেনে।