মিজানুর রহমান রানা
রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাবেক পররষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি এমপি বলেন, চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় অনেকটাই সন্তোষজনক। আগামী দিনেও আমরা সকলের সহযোগিতায় চাঁদপুরকে অপরাধমুক্ত রাখতে সচেষ্ট থাকবো।
সম্প্রতি ঘটে যাওয়া চাঁদপুর সদর হাসপাতাল ভাংচুরের বিষয়ে তিনি বলেন, রোগীদের সেবাদানে ডাক্তারদের আরো ভালো আচরণ আশা করছি। পাশাপাশি রোগীদেরকেও বুঝতে হবে, কোনো মৃত্যুর পেছনে ডাক্তারদের হাত থাকে না। ডাক্তাররা তাদের সাধ্যানুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেন রোগীকে সুস্থ করে তুলতে। তবে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ইতোমধ্যে বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠেছে। অভিযোগ রয়েছে যে, তিনি নিয়মিত হাসপাতালে আসেন না। শুধু তাই নয়, তিনি এই উপজেলাতেই থাকেন না, মাঝে মাঝে আসেন বলে আমার কাছে অভিযোগ এসেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক না থাকলে সেখানে তো অনিয়ম হবেই। বিষয়টি নিয়ে ওপরমহলেও আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও হাসপাতালের কিছু জনবলের শূন্যতা রয়েছে, সেসব শূন্য পদে পর্যাপ্ত জনবল নিয়োগের ব্যবস্থাও আশা করি শীঘ্রই হবে।
এ ছাড়াও ট্রাকঘাটে বালু ব্যবসার বিষয়ে তিনি বলেন, ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুরের একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি নষ্ট হওয়ার পথে, শুধুমাত্র বালু ব্যবসায়ীদের কারণে। আমাদের দেশ এতো ধনী রাষ্ট্র নয় যে, বার বার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবে। সুতরাং এখানে বালু ব্যবসা করতে দেয়া যাবে না।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যের শুরুতেই ঈদ ও পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় সকলকে ধ্যন্যবাদ জানান। মাদক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, অতি শীঘ্রই মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হবে এবং চাঁদপুর থেকে সকল প্রকার মাদক সেবন বন্ধ করে সমাজকে মাদকমুক্ত করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূরুল্লাহ নূরীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, এএসপি (সার্কেল) বীর মুক্তিযোদ্ধা কাজী হেলাল উদ্দিন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা ও প্রকাশক এ কে এম সফিক উল্লাহ সরকার, প্রমুখ। এ ছাড়াও সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, জেল সুপার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সভার শুরুতে গত মাসের গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।