রিপোর্ট, সোহাগ মজুমদারঃ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একঝাক স্বপ্নদ্রষ্ট তরুনের সমন্বয়ে গঠিত ‘সজাগ ফাউন্ডেশন’ একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংঘঠন। গতকাল রোববার এ সংগঠন এর সদস্যবৃন্দ এবং শাহরাস্তি উপজেলার সাধারন জনতা সহ মেহের কালিবাড়ীতে রোহিঙ্গা ইস্যুতে, জাতিসংঘসহ আন্তজাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে মানববন্দন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মো জাকির হোসেন অন্তর, মো ফয়েজ আহমেদ, মো কবির হোসেন। সজাগ ফাউন্ডেশন এর সভাপতি মো: মুহিবুল্লাহ, সাধারন সম্পাদক মো: এমরান হোসেন সাদ্দাম, সহ-সভাপতি মো: রিয়াদ হোসেন, সাইফুদ্দিন ফরহাদ, কায্যকরী পর্ষদের সদস্য মো: সাফায়াত হোসেন, মো: কবির হোসেন, মহিন উদ্দিন, সামস রুবেল, রকি সাহা, আবুল খায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো: সোহাগ হোসেন, সাইফুল আল হাসান, মো: তানভীর মাহতাব ছাব্বির, আলমগীর, জাকির, মহিন, ফখরুল সহ শাহরাস্তি উপজেলার জনগন।
প্রসঙ্গত ১জুন ২০১৩ সালে প্রতিষ্ঠিত সজাগ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। এর মধ্যে মাধক দূরীকরন, শিক্ষাউপকরন ও শিক্ষাবৃত্তি প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, চিকিৎসায় আর্থিক অনুদান, স্বেচ্ছাশ্রমে গ্রামীন রাস্তার উন্নয়ন, শীতবস্ত্র বিতরন, বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কায্যক্রম। তবে এ সংগঠেনর সব থেকে বড় আবদান রক্তদান ও এ সম্পর্কিত কর্মকান্ডে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন। এ সংগঠনের মাধ্যমে সারাদেশে ৬০০০ এর অধিক ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।