নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) বীটে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন রিপোটার্স অ্যাগেইনেস্ট করাপশনের(র্যাকের) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক সভাপতি নির্বাচিত হয়েছেন। ৫ নভেম্বর দুপুরে সেগুনবাগিচায় দুদক মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচন করা হয়। আগামি দুই বছরের জন্য গঠিত ১৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন।
কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি মতলু মল্লিক (বাংলাদেশ প্রতিদিন), এম রহমান লিটন (ডেইলি স্টার), যুগ্ম-সাধারণ সম্পাদক এইচএম সাগর (এটিএননিউজ) ও আলাউদ্দিন আরিফ (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ (জনকণ্ঠ), অর্থ সম্পাদক আহম্মদ ফয়েজ (নিউএজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আদিত্য আরাফাত (বাংলানিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওহীদ সৌরভ (মানবকন্ঠ), অফিস ব্যবস্থাপনা সম্পাদক রাব্বী ইবনে সিদ্দিকী (দেশ টিভি), আন্তর্জাাতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল ২৪)।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, অনিকা ফারজানা (প্রথম আলো), লায়েকুজ্জামান (মানবজমিন), রিশাদ হুদা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), নাঈমা মৌ (আরটিভি), রোকসানা আমিন (চ্যানেল আই), শামসুর রহমান বিপ্লব (দিগন্ত টেলিভিশন) ও কাওসার সোহেলী (মাছরাঙ্গা টিভি)।
সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী,র্ যাকের জন্য তিন সদস্যের একটি উপদেষ্টা পরিষদ থাকবে। এতে পদাধিকার বলে দুদক চেয়ারম্যান প্রধান উপদেষ্টা থাকবেন। এছাড়া দুদকের দুই কমিশনার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ও দেশের একজন খ্যাতিমান ব্যক্তিকে উপদেষ্টা রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান মিজান মালিক দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়া যমুনা টিভির অনুসন্ধান সেলের প্রধান হিসেবে সংযক্তি রয়েছেন। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিজান মালিক বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে প্রথম কার্যনির্বাহী সদস্য। তিনি সাংবাদিকতার পাশাপাশি গান, কবিতা নাটক লিখছেন। একাধিক নাটক প্রচারিতও রয়েছে বিভিন্ন চ্যানেলে। গানের জন্য পেয়েছেন বাচসাস পুরষ্কার, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পেয়েছেন ডিআরইউ, ক্র্যাব ও ভোরের কাগজের সৌজন্যে পুরষ্কার। তিনি ১৯৯৬ সালের কন্টিবিউটর রিপোর্টার হিসেবে দৈনিক ভোরের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক বাংলাবাজার, মুক্তকন্ঠ ও মানবজমিন পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বীটে দায়িত্ব পালন করেন।