মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২৫ আগস্ট সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৯শ’ ৫৩ জন, এর মধ্যে ৩শ’ ৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২শ’ ৭৪ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন আবু জাফর মোঃ মাইনউদ্দিন (রোকন), তার ব্যালট নং-৪। ২শ’ ৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন ফারুক আহমেদ বাদল, তার ব্যালট নং-২। আর ১শ’ ৫৫ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন অধ্যাপক আলম, তার ব্যালট নং-১। অপর প্রার্থী মোঃ মুজিবুল হক মিয়াজী ১শ’ ৫০ ভোট পান, তার ব্যালট নং-৩।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন। নির্বাচন চলাকালীন পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম।