লকডাউনের অষ্টম দিনে বুধবার দুপুরে সরকারি বিধিনিষেধ অমান্য করে কচুয়া বাজারে দোকান খোলা রেখে ব্যবসায় পরিচালনা ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মাস্ক ও হেলমেট পরিধান না করার অভিযোগে কচুয়ার পৌরবাজারে ৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯শ টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফয়েজ উল্লাহ মক্কা টাইলস ১ হাজার টাকা, সফিকুল ইসলামের শাড়ী কাপড়ের দোকান ৫শ টাকা ও ফয়েজ উল্লাহর শাড়ী কাপড়ের দোকান ৩শ টাকা। এছাড়া ওমর ফারুক নামের এক পথচারীর মাস্ক ও হেলমেট না পরায় ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/