চাঁদপুর: বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার। এক সপ্তাহের এই ‘লকডাউন’ আজ সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে।
লকডাউনকে ঘিরে দূরপাল্লার গণপরিবহনের চলাচল বন্ধ থাকবে। শুধু মাত্র জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ওষুধের দোকান, কাঁচাবাজার ও খাবারের দোকান লকডাউনের সময় খোলা থাকবে।
এদিকে লকডাউনের কারনে ব্যস্ত চাঁদপুর শহর এখন জনশূন্য হয়ে পড়েছে। সকাল থেকে চাঁতপুর শহরে রিক্স ও গুটি কয়েক অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। তবে শহরে পুলিশ ও জেলা প্রশাসন মাছে নামার পর থেকে পুরো শহর জনশূন্য হয়ে পড়ে। শহরের হকার্স মার্কেট, ফয়সাল শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন বিপনি বিতান বন্ধ রয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিম চন্দ্র বণিক বলেন, জেলা প্রশাসের ৩ টিম শহরে কাজ করছে। অটোরিক্সা ও অন্যান্য যানবাহনের উপর অভিযান চলছে। এছাড়া আটককৃত অটোরিক্সা চাঁদপুর আউটার স্টেডিয়ামে সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরেক ফিরিয়ে দেওয়া হবে।।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, লকডাউন শহরবাসী মেনে নিয়েছে। আমরা সকাল থেকে পুরো শহর ঘুরে দেখেছি, মানুষ লকডাউনের কারনে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। শহরে প্রতিনি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। যারা বিধিনিষেধ অমান্য করে যানবাহন নিয়ে সড়কে নামছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/