
সারাবিশ্বে চলছে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বাদ যায়নি চাঁদপুর। এখানে মৃত্যুর ঘটনা না ঘটলেও আক্রান্ত বাড়ছে। জেলা প্রশাসন থেকে চাঁদপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলাসহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা জনগণকে মেনে চলতে প্রতিদিনই চলছে প্রশাসনের অভিযান। সেনাবাহিনীর সহযোগিতায় দেয়া হচ্ছে অর্থদ-। তবুও মানুষ সচেতন এবং সতর্ক থাকছে না।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার সময় লকডাউনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
ছবি ও প্রতিবেদন-মিজানুর রহমান।
