চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেছেন, ৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। আমাদের পুলিশ বাহিনী প্রতিনিয়ত লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কঠিন চ্যালেঞ্জ হচ্ছে সড়কগুলোকে নিয়ন্ত্রণ করা। যদিও দূরপাল্লার যানবাহন চলা বন্ধ রয়েছে। কিন্তু ছোট ছোট কিছু যানবাহন চলাচলা করলেও তা আমরা আটক করছি। তবে মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে কয়েকদিন পর ওই গাড়ীগুলোকে ছেড়ে দেয়া হচ্ছে। একাজগুলো অত্যন্ত কঠিন। এরা খেটে খাওয়া মানুষ। এদের দমিয়ে রাখা অত্যন্ত কষ্টকর। তারপরও সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে আমাদের তা বাস্তবায়ন করতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এসপি আরও বলেন, মার্কেটগুলো খুলে দেয়াতে সেখানে মানুষজন অযথা ভিড় করছে। কিন্তু সড়কে প্রয়োজন ছাড়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টা ছাড়া এ কাজে সফলতা লাভ করা যাবে না। এজন্যে তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/