লকডাউন, স্বাস্থ্যবিধি কিছুই মানছে না বেপরোয়া মানুষ। চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় আবারও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল শুক্রবার দুপুর থেকে মোলহেডে জেলা প্রশাসনের লকডাউন উপেক্ষা করেই দর্শনার্থীরা সেখানে ভিড় করে। করোনা পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও বেপরোয়া হয়ে উঠেছে যেনো মানুষগুলো। জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বার বার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে পড়ছে। বর্তমান সময়ে নিজ নিজ স্থান থেকে সচেতন হওয়াটাই মুখ্য বিষয় বলে মনে করেন সচেতন মহল।