
চাঁদপুর: সারাদেশের ন্যায় চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) ভোর থেকে ওয়ারলেস মোড়, জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে, বাসস্ট্যান্ডের মোড়, আউটার স্টেডিয়াম, মিশন রোড, কালীবাড়ির মোড়, পাল বাজার, বড় স্টেশন এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এছাড়াও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।
সকালে ১০টায় কালীবাড়ির মেড়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক’র নেতৃত্বে জেলা প্রশাসক কর্তৃক স্বেচ্ছাসেবক দল অবস্থান করেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসের ৩ টিম শহরে কাজ করছে। অটোরিক্সা ও অন্যান্য যানবাহনের উপর অভিযান চলছে। এছাড়া আটককৃত অটোরিক্সা চাঁদপুর আউটার স্টেডিয়ামে সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরেক ফিরিয়ে দেওয়া হবে।।
একইসময় একই স্থানে চাঁদপুর মডেল থানার পুলিশও অবস্থান নেয় এবং লকডাউন বাস্তবায়নে তাদেরও ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, লকডাউন শহরবাসী মেনে নিয়েছে। আমরা সকাল থেকে পুরো শহর ঘুরে দেখেছি, মানুষ লকডাউনের কারনে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। শহরে প্রতিনি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। যারা বিধিনিষেধ অমান্য করে যানবাহন নিয়ে সড়কে নামছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একইসময় আউটার স্টেডিয়ামের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে দুপুরে কালীবাড়ির মোড় ও পালবাজার এবং ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৩মামলায় ৩জনকে ৩১০০টাকা জরিমানা করেন।
বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম। এসময় ১জনকে ১হাজার টাকা জরিমানা প্রদান করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/