মতলব উত্তর সংবাদদাতা: কোভিড-১৯ এর পাদুর্ভাব বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন দিয়েছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ ১৮ টি নির্দেশনা জারি করা হয়েছে। কিন্তু চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লকডাউন মানার কোন লক্ষণই চোখে পড়ছে না। হাট বাজারগুলোতে চলছে যেন ঈদের কেনাকাটা। সড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার ছেঙ্গারচর বাজারে ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ল। সবধরনের পণ্যের দোকান খোলা রাখতে দেখা গেছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল পুলিশ ফোর্স নিয়ে বাজারে প্রবেশ করার সাথে সাথে ক্রেতারা হুড়োহুড়ি করতে থাকে আর দোকানিরা সাটার বন্ধ করতে থাকে।
এসময় ওসি বলেন, ১৮ টি নির্দেশনা নিয়ে সরকার লকডাউন দিয়েছে। ভোর ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। আর জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আর সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বের হওয়া যাবে না। আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে করোনা ভাইরাস থেকে বাচুঁন অন্যকেও বাঁচান।
এদিকে লকডাউন খবর ছড়িয়ে পড়ায় রোববার থেকে মতলব উত্তর উপজেলার হাট বাজারগুলোতে ক্রেতারা মারাত্মক আকারে ভীড় জমাচ্ছে। ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য কেনাবেচার সুযোগ লুফে নিয়েছেন। বাজারে আসা এক নারী বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। লকডাউনে বাজার করতে কাউকে পাচ্ছি না। তাই আমি নিজেই এসেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অতিরিক্ত কিছু কিনি নাই। শুধু দুই বস্তা চাল আর পেঁয়াজ ও তেল কিনছি।
এদিকে এই উপজেলার কয়েকটি সড়কগুলো ঘুরে দেখা গেছে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিশেষ করে ইজি বাইকগুলোতে ৬-৮ জন যাত্রী চলছে পুরোদমে। ১৮ নির্দেশনার মধ্যে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ থাকলেও এসব ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চলছেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বলেন, সরকারের লকডাউন ঘোষণা বাস্তবায়ন করতে আমরা মাঠে সর্বদা করে যাচ্ছি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে মানুষকে সচেতন করা হচ্ছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/