শওকত আলী:
লক্ষীপুরের নিখোজঁ ৬ ছাত্র ও তাদেরকে নিয়ে উধাও হওয়া মাদ্রাসা শিক্ষককে চাঁদপুরের একটি মাদ্রাসায় পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের করা হয় বলে জানান উপজেলা থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন। উদ্ধারের পর তাদেরকে এস আই পুল্প বিহার চনদ গঞ্জ থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া শিক্ষক ও ৬ ছাত্ররা হলোঃ জসিম উদ্দিন (২৮), মনির হোসেন (১০), আব্দুল্লাহ আল ইমন (১০), রাসেল (১১), সৌরভ (১৩), রবিউল (১২) ও মুরাদ হোসেন (১২)।
মতলব দক্ষিণ উপজেলা থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন জানান, গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৬ ছাত্র ও শিক্ষক জসিম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। তাদের লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, লক্ষীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকার রহমানিয়া তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার ৬ শিশু শিক্ষার্থীকে রোববার গভীর রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেইসঙ্গে নিখোঁজ ছিলেন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক জসীম উদ্দিন।
এ ঘটনায় সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারাণ ডায়েরি করেন মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম।