শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলায় ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে সন্ত্রাসী হামলায় এনজিও কর্মী সহ ৫জনকে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টায় লক্ষীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। আহত এনজিও কর্মী রিপন খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-১৮ তাং১০/০৬/২০১৬।
ঘটনার বিবরনে জানা যায়, লক্ষীপুর গ্রামে মৃত গনি খানের ছেলে আব্দুল বাতেন ,নান্নু খানের ছেলে লিটন খান ও আলমগীর খানের ছেলে ইউছুফ খানের সাথে পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার হোসেন খানের ছেলে রিপন খানের বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন বিকেলে রিপন বিবাদীদের বাড়ির সামনে দিয়ে আসার পথে তারা উৎ পেতে থেকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাকে তার স্বজনরা তাকে বাচাতে আসলে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকেও আহত করে। আহতদের হাসপাতালে নিয়ে আসার পর তাদের উপর হামলাপ চালানোর চেষ্টা করে বিবাদীরা। এ ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরেছে।