স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে শশুর বাড়িতে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ গতকাল দুপুরে লক্ষ্মীপুর শেখ বাড়ি থেকে খালেদা বেগম (৩৫)কে মৃত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
জানা যায়, খালেদা বেগমের সাথে ১০ বছর আগে শেখ বাড়ির হাবিবুর রহমানের বিয়ে হয়। হাবিবুর রহমান বর্তমানে সৌদিতে রয়েছেন। দীর্ঘদিন ধরেই যৌতুকসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে অত্যাচার করতো। গত রোববার রাতে শ্বশুর শাশুড়ির সাথে তার ঝগড়া হয়। সকালে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয় গৃহবধূ মারা গেছে। দুপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাইয়ুম, এসআই মোহাম্মদ ফিরোজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূর লাশ নিয়ে আসে।
চাঁদপুর মডেল থানার এসআই মোহাম্মদ ফিরোজ আলম জানান, খালেদার সাথে শ্বশুর-শাশুড়ির পারিবারিক দ্বন্দ্ব ছিলো। তার শরীরের ঘাড়ের মধ্যে দাগের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।